বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ব্যানার-পোস্টারে সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করবে না ছাত্রলীগ

এবিএনএ : বিভিন্ন দিবস ও কর্মসূচি উপলক্ষ্যে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে বানানো ব্যানার, ফেস্টুন, পোস্টার আগামি তিন দিনের মধ্যে নামিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছে ছাত্রলীগ।
শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোন ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা যাবে না। ব্যানার, ফেস্টুন, পোস্টারে শুধুমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় এর ছবি ব্যবহার বাধ্যতামূলক। যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
No automatic alt text available.

Share this content:

Back to top button