এবিএনএ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লড়াই শুরু হয়ে গেছে। মানুষ নেমে পড়েছে। গুলি চালিয়ে মানুষ হত্যা করে এ আন্দোল দমানো যাবে না। এখন নয়ন, শাওন, রহিম, আলীমের রক্তের ঋণ পরিশোধ করতে আমাদের রক্ত দেওয়ার জন্য তৈরি হতে হবে। আরেকটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে হবে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকারের অপশাসনে ব্যবসায়ীরা ‘খুব খারাপ সময়’ পার করছেন। বড় বড় ব্যবসায়ীরা একই কথা বলছেন- আমরা খুব খারাপ সময়ে মধ্যে আছি। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকদের মজুরির টাকা পর্যন্ত নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে এ সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।
উত্তরবঙ্গ ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমান থোকন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ বক্তব্য দেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের গুলিতে ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম ওরফে নয়ন মিয়ার মৃত্যু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, চিন্তা করে দেখেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের নয়নকে গুলি করেছে, কোনো কারণ নেই। তর্ক করছে, তর্কের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেখানে ছেলেটা (রফিকুল) বলেছে, ছেড়ে দাও। তার সামনে ছিল এক কনস্টেবল। তাকে (রফিকুল) গুলি করেছে। খুব ক্লোজ রেঞ্জ (কাছ থেকে) থেকে গুলি করেছে, নাড়িভুঁড়ি সব বেরিয়ে গেছে। এটা কোনো দেশ হলো। জনগণ তোমাদের বিচার করবেই।