জাতীয়বাংলাদেশলিড নিউজ

ব্যবসার জন্য এতদিন পর এন্টিজেন টেস্টের উদ্যোগ : জাফরুল্লাহ

এবিএনএ : নিজেদের স্বার্থে ব্যবসা করার জন্য এতদিন পর সরকার এন্টিজেন টেস্টের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে এক কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এই সরকার ব্যবসায়ীদের সরকার। তাই আমাদের অ্যান্টি-বডি এবং অ্যান্টিজেন কিট প্রস্তুত থাকার পরও সরকার তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। এটি ব্যবসায়িক উদ্দেশ্যে।’ ৭১-এর মুক্তিযোদ্ধা ও ঔষধ নীতির প্রবক্তা জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশ্য বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবে না। তবে সরকার যদি নিজে অনুমোদন দেয় তবে জি কে কিট সরবরাহ করবে।’ তিনি বলেন, সরকার এখনো ভুলনীতিতে চলছে, তারা সময় মতো করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়নি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কীট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে কিন্তু সরকারকে অনুমোদন দেয়নি। তিনি মনে করেন, এর উদ্দেশ্য শুধুই ব্যবসায়িক। এখন বিদেশ থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সরকার ব্যবসায়িক সরকার বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক  সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে। এই সরকার যা ইচ্ছে তাই করছে। জাফরুল্লাহ চৌধুরী বলেন, যুদ্ধ হলে লোক মারা যাবে তেমনি স্বাস্থ্যের দুর্যোগের সময় ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে থাকবেন কিন্তু এদের জন্য সরকারের যথেষ্ট সাহায্য সহযোগিতা থাকা উচিত। যারা জীবন দিয়েছেন, তারা জাতীয় বীরের জাতি স্মরণ করতে হবে। ’ এদিকে, আজ কোভিড ১৯ মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে ১ মিনিট অবিরাম করতালি কর্মসূচি পালন করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। সারা দেশে গণস্বাস্থ্যের ৩০টি শাখায় এই কর্মসূচি পালন করা হয়।

Share this content:

Related Articles

Back to top button