খেলাধুলালিড নিউজ

ব্যথা নেই, এক মাসের মধ্যে মাঠে ফিরতে পারি : সাকিব

এবিএনএ: অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে সাকিব আল হাসান জানালেন তার হাতে কোনো ব্যথা নেই। এক মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন বলেও প্রত্যাশা তার। আজ রোববার ১২টার দিকে অস্ট্রেলিয়ায় আঙুলের চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব বলেন, ‘এটা এমন একটা প্রবলেম যেটার আসলে কোনো টাইমফ্রেম নেই। হতে পারে যে নেক্সট মান্থেও খেলতে পারি, কারণ এখন আমার হাতে ব্যথা নেই, খুব ভালো ফিল করছি।’ ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, ‘ব্লাড টেস্টের মাধ্যমে টেস্ট করতে হবে যে এটা আবার বাড়ল কিনা বা অন্য কোনো প্রবলেম হলো কিনা। তবে এখন পর্যন্ত ইনফেকশন আন্ডার কন্ট্রোলে আছে।’ এ ছাড়া আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে কোনো সার্জারি করা যাবে না বলেও জানান সাকিব। তিনি বলেন, ‘মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে হাতের উপর। গুরুত্বপূর্ণ হচ্ছে হাতে শক্তি কতক্ষণে ফিরে আসে। সেটা রিহ্যাবের মাধ্যমে তাড়াতাড়িও ফিরে আসতে পারে। তো সেটা যদি আসে সামনের মাসেও খেলতে পারি। আবার যদি দেখা যায় আসার পর ব্যথা করছে, আবার দেখা যাচ্ছে তখন ওয়েট করতে হবে যখন সার্জারি করতে পারব।’  কথা বলেছেন দেশের মাটিতে অনুষ্ঠেয় জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েও।  জিম্বাবুয়ে সিরিজের দলে নেই তিনি। ইনজুরির কারণে দলের বাইরে তামিম ইকবালও। তবে তাতেও আশাবাদী সাকিব আল হাসান। দলের ওপর পূর্ণ আস্থা রেখে সাকিব বলেন, ‘আমি তামিম ছাড়া যদি আমরা এশিয়া কাপের ফাইনাল খেলতে পারি, জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে না জেতার আমি কোনো কারণ দেখি না।’  বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব।  মেলবোর্নের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়ের তত্ত্বাবধানে আঙুলের  চিকিৎসা করেছিলেন তিনি।

Share this content:

Related Articles

Back to top button