
এবিএনএ : ভারতের অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর জীবনাদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে শুরু হতে যাচ্ছে ‘গান্ধী গোজ গ্লোবাল’। সেখানে প্রতিনিধিত্ব করবেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।
সন্মেলনে কঙ্গনার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্ট লেডি মিশেল ওবামা ও জনপ্রিয় টিভি উপস্থাপক অপরাহ্ উইনফ্রে। সম্মেলনটি হবে আগামী ১৮ এবং ১৯ আগস্ট। এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘মিশেল ও অপরাহ্র সঙ্গে কাজ করে অনুপ্রাণিত হবো। তবে আমি ব্যক্তিগতভাবে কারো ভক্ত না।’ অভিনেত্রী কঙ্গনা আরও জানান, অপরাহ্ উইনফ্রেকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন। অনুষ্ঠান শেষে মুম্বাই ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন কঙ্গনা।
Share this content: