এবিএনএ : বলিউড, হলিউড দুই জগতে সমান আনাগোনা প্রিয়াঙ্কা চোপড়ার। ভারতীয় তারকাদের মধ্যে অন্যতম ব্যস্ত নায়িকা তিনি। তাতে কী, সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান প্রিয়াঙ্কা। সম্প্রতি বোনের মেয়ের সঙ্গে বেশ কিছুটা সময় অতিবাহিত করছেন। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ছবি।
ছবিতে ক্যাপশনও দিয়েছেন মজার। লিখেছেন, ‘মাসি কি বেটি। ‘ ছবিতে বেশ সুন্দর দেখাচ্ছে প্রিয়াঙ্কাকে। সাদা-নীল পোশাকের সঙ্গে চোখে লাগিয়েছেন বাচ্চাদের মতো চশমা। ছোট্ট বোনঝির চোখেও দেখা গেছে প্রায় একইরকম চশমা। পরিবারের সঙ্গে সময় কাটালেও মোটেও ফাঁকা নেই প্রিয়াঙ্কা।
হলিউড ছবি ইজ ইট নয় রোমান্টিকের শুটিং নিয়ে এখন ব্যস্ত তিনি। যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকারা।