জাতীয়লিড নিউজ

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি — প্রধান উপদেষ্টা

এবিএনএ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে শ্রমিকদের জীবনমান উন্নয়ন অত্যন্ত জরুরি।”

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও জনতার পাশে শ্রমিকরাই দাঁড়িয়েছিল। আজ দেশ গড়ার আন্দোলনে তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও জানান, শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে দেরি না করে দ্রুত করণীয় নির্ধারণ করে অগ্রসর হতে হবে। “প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে, তবেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব,” বলেন তিনি।

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচটি শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হাংবোর একটি ভিডিও বার্তাও প্রদর্শিত হয়।

Share this content:

Related Articles

Back to top button