জাতীয়বাংলাদেশলিড নিউজ

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশ

এবিএনএ : বিশ্ব অর্থনৈতিক ফোরামে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আজ বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সে (জিসিআই) ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ১৩৭টি দেশের মধ্যে ৯৯তম অবস্থানে রয়েছে।
গত অর্থবছরে বাংলাদেশের অবস্থান ছিল ১০৬। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে সেরা ৫ এ আছে সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও জার্মানি। এই সূচকে বাংলাদেশে এগিয়ে গেলেও এক ধাপ পিছিয়েছে ভারত (৪০তম)। তারপরও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে দেশটি। তবে কয়েকধাপ এগিয়েও বাংলাদেশের চেয়ে পাকিস্তান (১১৫) এখনো পিছিয়ে। তালিকায় ৩৮ নম্বরে আছে রাশিয়া।
দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের অবস্থান যথাক্রমে ৬৮ ও ৮০তম। এ ছাড়া ১৫ ধাপ এগিয়ে ভুটানের অবস্থান ৮২তম এবং নেপালের অবস্থান ৮৮তম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৭-১৮ বছরের সক্ষমতা সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড, তাদের স্কোর ৫ দশমিক ৮।

Share this content:

Back to top button