এবিএনএ : প্রথমবারের মতো বৈশাখের একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়িকা কর্নিয়া। এই গানের মিউজিক ভিডিওতেও থাকছেন তিনি। গানটির সঙ্গে নাচের মুদ্রা মিলিয়েছেন কর্নিয়া নিজেই। রোববার বাংলাঢোলের ব্যানারে বেরিয়েছি ‘পাওয়ার ভয়েস’খ্যাত গায়িকা কর্নিয়ার গান ‘নববর্ষ’। অনুরূপ আইচের কথায় এতে সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এর ভিডিও তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
‘নববর্ষ’ উপভোগ করা যাচ্ছে বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের সবকয়টি মোবাইলফোনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। কর্নিয়া বলেন, এটি আমার জীবনে অন্যরকম অভিজ্ঞতা। আমার কাজ গান করা। তবে নিজের গানের সঙ্গে নাচতে খারাপ লাগেনি। আমার পক্ষ থেকে সবার জন্য এই গানটি নববর্ষের উপহার।
গানটির ভিডিও