এ বি এন এ : গর্ভের সন্তানকে নিয়ে র্যাম্পে হাঁটলেন বলিউড তারকা কারিনা কাপুর খান। সম্প্রতি সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাকে ‘ল্যাকমে ফ্যাশন উইক’ এর মঞ্চে আসেন তিনি।
কিছুদিন আগেই গণমাধ্যমকে কারিনা বলেছিলেন গর্ভাবস্থা লুকিয়ে কোনো কিছুই করবেন না তিনি। শো স্টপার হিসেবে র্যম্পে এসে নিজের সেই কথাই রাখলেন নবাবপত্নী।
অনুষ্ঠান শেষে নিজের অনুভূতির কথা জানান ছয় মাসের অন্তঃসত্ত্বা বোবো। তিনি বলেন, ‘এর আগে র্যাম্পে আমি একা হেঁটেছি। কিন্তু এবারের অভিজ্ঞতাটি ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার সঙ্গে আরো একজন ছিল। এ অনুভূতি সত্যিই অন্যরকম।’
গর্ভধারণ নিয়ে নিজের একান্ত অনুভূতির কথাগুলোও জানান কারিনা। তিনি বলেন, ‘এই মুহূর্তটা আমার জন্য খুবই আবেগ ঘন। এটা ইতিহাস হতে চলেছে। আমাকে বলতেই হচ্ছে, র্যাম্পে আমি একা না আমার সাথে আরেকজন ছিল। আমি চাই এই অনুভূতিটা সবাই নিজের মধ্যে লালন করুক।
এসময় ফ্যাশন ডিজাইনার সব্যসাচীরও ভূয়সী প্রশংসা করেন কারিনা। তিনি বলেন, সব্যসাচীর শুধু ডিজাইনারই নন তিনি একজন শিল্পী। তার ডিজাইন করা পোশাক পরতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।