

এবিএনএ : প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন বন্ধ হয়ে যাওয়া সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের দায়িত্ব সিটিসেলকেই নিতে হবে। টেলিযোগাযোগ বিভাগ বা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মানবিক আবেদন জানানো ছাড়া তেমন কিছু করার নেই। আজ শুক্রবার গুলশানে বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, একটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী চলে। বিটিআরসি শুধু নিয়ন্ত্রকের কাজ করে থাকে। একটি কোম্পানি কোথা থেকে ঋণ গ্রহণ করবে, সেই ঋণ কীভাবে পরিশোধ হবে বা কর্মচারীদের বেতন-ভাতা তারা কীভাবে পরিশোধ করবে- এটা একান্তই সেই কোম্পানির দায়িত্ব। সেই হিসেবে সিটিসেলের কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধের দায়-দায়িত্ব সিটিসেলের। এই দায়িত্ব সিটিসেলকেই গ্রহণ করতে হবে। নিয়ন্ত্রক হিসেবে বিটিআরসি তার নির্ধারিত ভূমিকার বাড়তি কিছু করতে পারবে না। তিনি বলেন, সরকারের পাওনা পৌনে পাঁচশ কোটি পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার সিটিসেলের তরঙ্গ স্থগিত করে বিটিআরসি। এরপর বিটিআরসির কর্মকর্তারা র্যাব-পুলিশ নিয়ে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে ঢুকে বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করেন। বার বার সুযোগ দেওয়ার পরও বিটিআরসির পাওনা শোধ না করায় সিটিসেলের কার্যক্রম বন্ধ করা হয়েছে।