তথ্য প্রযুক্তিলিড নিউজ

রোবট সোফিয়া হাসলেন, হাসালেন (ভিডিও)

এবিএনএ : বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে রোবট সোফিয়া।  মূলত মানুষের মতো হুবহু কথা বলতে পেরেই আলোচনা হংকংয়ের এই রোবট।  ইতোমধ্যেই পেয়ে গেছে সৌদি আরবের নাগরিকত্ব।  বর্তমানে ঢাকায় অবস্থান করছে রোবটটি।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে রোবট সোফিয়া কথা বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।

তার কথা শুনে হেসেছেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই।  টিভি পর্দায় তার কথা বলা দেখে হেসেছেন শ্রোতা-দর্শকরাও।   সে বাংলাদেশ সম্পর্কে কথা বলেছে।  বাংলাদেশের ডিজিটালাইজেশন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে।

উল্লেখ্য, রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান হংকংয়ের হ্যানসন রোবটিক।  ২০১৫ সালের ১৯ এপ্রিল তারা এটি নির্মাণ করে।

https://youtu.be/z-khSO0wlvI?t=14

Share this content:

Related Articles

Back to top button