২২ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ শনিবার দিনব্যাপী ঢাকার অদূরে পূর্বাচল কাঞ্চন ব্রীজ সংলগ্ন শীতলক্ষ্যা সেতু ওয়াটার ফ্রন্ট রিসোর্টে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র উদ্যোগে ঢাকায় অভিষেক ও মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। এই মিলন মেলার অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান রাফেল ড্র এবং বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয় এখানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন বৃহত্তর খুলনা সমিতির সদস্যবৃন্দ স্ত্রী ও সন্তান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের তার পাশে দর্শনার্থী শাড়িতে দেখা যায় বাংলাদেশ সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দিদার বক্স বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিশ্বাস আখতার এবং সমিতির দপ্তর সম্পাদক লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন্স খান আখতারুজ্জামান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে । অনুষ্ঠানে মূল পর্বে সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়, পাশাপাশি সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন নিত্য এবং কৌতুকের পরিবেশনায় উপস্থিত দর্শকদের মন জয় করে নেন, মেলায় আনন্দ উপভোগ করেন সকলে এবং বৃহত্তর খুলনা অঞ্চলের বিষয়ে আলোচনা করেন, এই মিলন মেলা শুধু একটি অনুষ্ঠানই নয় বরং বৃহত্তর খুলনার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার এক অন্যান্য উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
বৃহত্তর খুলনার বর্তমান ও সাবেক কর্মকর্তা, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য, আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমিতির সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম.এ সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকতে পারেন নাই সমিতির প্রধান উপদেষ্টা সাবেক এমপি ও বিসিবি’র সভাপতি আলী আজগর লবি এবং উপদেষ্টা ডাক্তার মোঃ ফরিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন অভিষেক ও মিলনমেলা ২০২৫ উদযাপন কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য সচিব মো. আফসার আলী মিডিয়া উপ-কমিটির আহবায়ক কাজী মো. মনিরুজ্জামান, সদস্য সচিব জি.এম হাফিজুর রহমা, সদস্য শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।