

এবিএনএ : বাগেরহাটের মোরেলগঞ্জে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন এমপি বলেন, সকল বিভেদ ভুলে গিয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে সকলকে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জননেত্রেী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ উন্নয়নে এক রোল মড়েল। বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তাই আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে সকল শ্রেণী পেশার মানুষ ভালো থাকবে। রোববার সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মিলনায়তনে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য ডা. মোজ্জাম্মেল হোসেন একথা গুলো বলেন। কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি ডা. তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক এমআর জামিল হোসাইন। উপজেলা আ.লীগের সহ-সভাপতি শফিকুর রহমান লাল, কলেজ অধ্যক্ষ জেলা পরিষদের সদস্য শাহবুদ্দিন তালুকদার, অধ্যাপিকা আফরোজা আক্তার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, চেয়ারম্যান মাহমুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, এ্যাড. গোলাম কিবরিয়া তারিক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহ আলম হাওলাদার সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশিল সমাজের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।