খেলাধুলালিড নিউজ

বিয়ে করলেন তাসকিন

এবিএনএ : বিপিএলকে সামনে রেখে তাড়াহুড়ো বিয়ের কাজ শেষ করলেন তাসকিন আহমেদ। সবাইকে অবাক করে মঙ্গলরাতে ছেলেবেলার বান্ধবী রাবেয়া নাঈমার সঙ্গে জীবনের নতুন খাতা খুললেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ এই ফাস্ট বোলার।
তাসকিনের বাবা এম এ রশিদ জানান, তাসকিন দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগেই বিয়ের সব কিছু গুছিয়ে গিয়েছিলেন। তাসকিন আর রাবেয়া একে অপরকে পছন্দ করেন।
গত বছর তাদের বাগদানও হয়েছে। বিপিএলের আগে তাসকিনকে চিটাগং ভাইকিংস দলে যোগ দিতে হবে। তাই দ্রুত বিয়ের কাজটা শেষ করতে হয়েছে।
তিনি আরো জানান, আপাতত কাছের মানুষজন ছাড়া কাউকে জানানো হয়নি। সামনে সময় বের করে অনেক বড় অনুষ্ঠান করা হবে।

Share this content:

Back to top button