এ বি এন এ : বয়স মাত্র ৩৩। এখনও অনেককিছু বলিউডকে দেয়ার বাকি আছে। বলিউডে যে কয়েকজন নায়িকা বর্তমান সময়ে একচেটিয়া অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম তিনি।
তিনি ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ারে অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়েছেন নায়িকা। বলিউডে যখন ক্যারিয়ার শুরু করেন তখন থেকেই বলিউডের সুলতান সালমান খানের সঙ্গে প্রেম। এরপর আবার রণবীর কাপূরের সঙ্গে প্রেমের সম্পর্ক অনেক দূর গড়ায়।
সেটাও ভেঙে গেছে। বলিউডের নায়িকারা বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন যখন হলিউডে পাড়ি জমিয়েছেন। ঠিক তখনই বিয়ে নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা।
বললেন, বিয়ের জন্য বলিউড ছাড়তে রাজি আছি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছেন, বিয়ের জন্য আমি অভিনয় ক্যারিয়ারকেও বাজি রাখতে পারি। তবে এই সিদ্ধান্তটা একান্তই আমার। কেউ আমাকে চাপ দিতে পারবে না।
তিনি আরও বলেন, আমার যদি কখনও মনে হয়, বাড়িতে থেকে সন্তান প্রতিপালন করাই আদর্শ কাজ, তাহলে আমি তাই করব। তবে যদি সম্ভব হয় তা হলে সংসার আর ক্যারিয়ার দুটাই সমান তালে সামলাতে চাই।