এবিএনএ: বলিউড তারকা রাভিনা ট্যান্ডনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক আইনজীবী। সম্প্রতি বিহার ভ্রমণে গিয়েছিলেন এই অবিনেত্রী। যাওয়ার পথে ভারতের মুজাফফরপুর নামক জায়গায় তার গাড়ির বহরের কারণে সৃষ্টি হয় তীব্র জ্যাম। সে জ্যামে আটকে পড়ে বেশ কিছু সময় নষ্ট হয় সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবীর। আর এতেই দারুণ বিরক্ত তিনি। সে কারণেই রাভিনার বিচার চেয়ে গত ১২ অক্টোবর পুলিশের কাছে অভিযোগ করেছেন। সোমবার ভারতের মুজাফফরপুরের স্থানীয় আদালত অভিযোগটিকে মামলা হিসেবে গৃহীত করার নির্দেশ দেয়া হয়েছে। এমন ঘটনায় বেশ বিড়ম্বনায় পড়েছেন রাভিনা। কারণ আদালতের নিয়ম মেনে মামলা পরিচালনার জন্য মুম্বাই থেকে মুজাফফরপুর যেতে হবে তাকে। ইতোমধ্যেই ব্যক্তিগত আইনজীবির সঙ্গে নিয়ে আলোচনা করেছেন।