জাতীয়বাংলাদেশলিড নিউজ

বিস্ময়কর অগ্রগতি দেখতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এসেছিলেন : পরিকল্পনা মন্ত্রী

এবিএনএ : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার টার্গেট অনুযায়ী ১ কোটি ২৯ লাখ কর্মসংস্থান করা কঠিন হলেও বাংলাদেশের জন্য তা সম্ভব।
তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য জনগণের জীবন মানের উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেখানো এবং স্বপ্ন বাস্তবায়নের ফলেই আজ বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার ঢাকায় পরিকল্পনা কমিশন সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক এবং সাধারণ অর্থনৈতিক বিভাগ আয়োজিত সামাজিক নিরাপত্তা এবং শ্রমখাত বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে অনেক লোককে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা হবে এবং এটা সম্ভব। বাংলাদেশের অগ্রগতির বিস্ময় দেখতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশ ঘুরে গেছেন- বিশ্বনেতৃবৃন্দ এখন বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।
অনুষ্ঠানে সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল আরেফিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং বিআইডিএস চেয়ারম্যান রিসার্স ডাইরেক্টর ড. রুশিদান ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য সুন্দর জীবনের নিশ্চয়তা দেয়া। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী অত্যন্ত সুদৃঢ় করা হয়েছে । বয়স্কভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, ভিজিএফ, টিআর, কাবিখা ও মুক্তিযোদ্ধা ভাতা প্রবর্তনসহ সরকারের বিভিন্ন কর্মসূচিসহ হত দরিদ্রদের জন্য নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে শতভাগ দারিদ্র্যমুক্ত দেশ। ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের ২০টি ধনী দেশের কাতারে সামিল হবে।

Share this content:

Related Articles

Back to top button