
এবিএনএ: আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এর পরের বছর (২০২১) বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি। এই দুই বড় উপলক্ষকে ঘিরে বড় আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের পর গতকাল মঙ্গলবার মিরপুরে এমন ভাবনার কথা জানিয়েছেন খোদ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এদিন বিশ্ব একাদশের সঙ্গে বাংলাদেশের খেলার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘হতে পারে। কি করলে মাক্সিমাম দেশের খেলোয়াড়, শুধু মাক্সিমাম দেশের খেলোয়াড় না, নাম করা খেলোয়াড় যারা আছে তাদেরকে কিভাবে আনা যায়, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই সবচেয়ে নামকরা ক্রিকেটাররা এখানে এসে খেলবে। এটা নিয়ে আলাপ করছি।’
এই আয়োজনের জন্য বিসিবি কাজ শুরু করে দিয়েছে। আইসিসির অনুমতি চেয়ে এরই মধ্যে চিঠিও পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাপন বলেন, ‘সব কিছু নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর। সবগুলো দেশকে পাওয়া খুব কঠিন। খেলা নেই এমন পাওয়া খুব কঠিন। এই জন্য সবথেকে বেশি খেলোয়াড় দেশ থেকে এনে একটা রিপ্রেজেন্টেটিভ ম্যাচ খেলা প্লাস আইসিসি থেকে ওটা রিকগনিশন পাওয়া, এটা নিয়ে অলরেডি আমরা আইসিসিকে লিখেছি। আমরা কাজ করছি।’
বিসবি প্রেসিডেন্ট আরও বলেন, ‘সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আছে। তার পরের বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এটাকে উপলক্ষ করে আমরা এখন থেকেই একটা প্ল্যান করছি। আমরা অলরেডি এটা নিয়ে কথাবার্তা বলছি। আমরা এমন একটা কিছু করতে চাচ্ছি, যেখানে সারা পৃথিবীর যারা ক্রিকেট দেখে, তারা যেন এক সাথে বসে দেখতে চায়। তবে এটা খুবই প্রিলিমিনারি স্টেইজে আছে, এখনো কারো সাথে আলাপ হয়নি।’
বিসিবির চোখ বড় দেশ ও বড় তারকাদের দিকে। ‘বড় বড় দেশের সাথে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড…এদের পার্টিসিপেশন নিশ্চিত করা। তারপর আমাদের দেখতে হচ্ছে কোথায় ফাঁকা আছে, যেখানে সবাই ব্যস্ত না এবং তাদের বেস্ট প্লেয়ারদের পাওয়া সম্ভব। তারপর নির্ভর করবে বেস্ট প্লেয়াররা আমাদের এখানে আসতে চায় কিনা। আমরা চেষ্টা করছি সবচেয়ে আকর্ষণীয় একটা খেলা বাংলাদেশে করার জন্য’, বলছিলেন পাপন।
Share this content: