আমেরিকা
হিলারির ইমেইলে কোন অপরাধ পায়নি এফবিআই

এবিএনএ : হিলারি ক্লিনটনের ইমেইলে কোন অপরাধমূলক কিছু পায়নি এফবিআই। নির্বাচনের আগ মূহুর্তে ইমেইল ইস্যুতে বেশ বিব্রতকর অবস্থায় পরেন হিলারি। এই তদন্ত নিয়ে হিলারির নির্বাচনী ক্যাম্প এফবিআই’কে বেশ কয়েকবার ভৎসনাও করে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের ২দিন আগে প্রকাশিত এই রিপোর্ট হিলারির জন্য স্বস্তি নিয়ে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
হিলারির কোন অপরাধ খুঁজে পায়নি জানিয়ে এফবিআইয়ের পরিচালক জেমস কমি এক কংগ্রেস সদস্যকে চিঠি দেয়। সেই চিঠির ছবি প্রকাশ করে বিবিসি বিষয়টি নিশ্চিত করে। চিঠিতে কমি বলেন, হিলারির ইমেইল পর্যবেক্ষণ শেষে এফবিআই তার আগের অবস্থানেই আছে। অর্থাৎ কোন অপরাধ খুঁজে পায়নি সংস্থাটি।

পূর্বেও তদন্ত শেষে এ বছরের জুলাই মাসে এফবিআই পরিচালক জানিয়েছিলেন, হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় নিজের ব্যক্তিগত ইমেইল সার্ভারে স্পর্শকাতর জিনিসপত্র রাখার ক্ষেত্রে অসতর্ক থাকলেও কোনো অপরাধ করেননি।
Share this content: