খেলাধুলালিড নিউজ

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা

এবিএনএ : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে কোনো পাত্তাই পেল না জিম্বাবুয়ে। এবার সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে সাকিব-মাহমুদউল্লাহরা। শুক্রবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মাঠে নামবে বাংলাদেশ দল।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হয় গতকাল (বৃহস্পতিবার)। এ ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সৌম্য সরকার ও নাঈম শেখের জোড়া ফিফটিতে সিকান্দার রাজার দলকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। এবার শিরোপা জয়ের মিশন বাংলাদেশের সামনে।

টি-টোয়েন্টি সিরিজের আগে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালও চোটের কারণে ছিটকে গেছে। ইনজুরির কারণে লিটন দাসকে ঝুঁকি মুক্ত রাখতে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে পাঠায়নি টিম ম্যানেজম্যান্ট। এ ম্যাচে লিটনকে বিশ্রাম দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা শামীমকে পাটোয়ারীকে মাঠে নামাতে পারে দল। এদিকে বাবার মৃত্যুর কারণে সফর শেষ না করেই দেশে ফিরে আসছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সবে মিলিয়ে দ্বিতীয় ম্যাচেও তরুণদের দিকে চেয়ে থাকবেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

Share this content:

Back to top button