
এবিএনএ : দেশে আরও তিনটি নতুন উপজেলা করা হয়েছে। স্বীকৃতি পাওয়া নতুন তিনটি উপজেলা হলো—কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) উপজেলা তিনটির স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। একইসঙ্গে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শান্তিগঞ্জ’।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঈদগাঁও, ডাসার এবং মধ্যনগর আগে থানা ছিল। উপজেলা হতে যে ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তিনটি থানায় পুরোপুরি পূরণ করে না। কিন্তু তিনটিই রিমোট (দুর্গম) এরিয়া। এ জন্য নিকার অনুমোদন করেছে। একইসঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে, এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে, যাতে এমন প্রস্তাব না আনা হয়।’
Share this content: