
এবিএনএ : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে নতুন ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানে রূপ দিতে সরকার সবসময়ে কাজ করে যাচ্ছে। রোববার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী এবং রাষ্ট্রপতি প্যারেডের সালাম গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার এসে নামে চট্টগ্রামের ভাটিয়ারী মিলিটারী একাডেমীতে। এরপর তিনি প্যারেড মাঠে আসলে তাকে স্বাগত জানান সেনা প্রধান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। এরপর সালাম গ্রহণ করেন তিনি। ৭৭তম রাষ্ট্রপতি প্যারেডের মাধ্যমে ২৩৪ জন বাংলাদেশী, ২৯ জন সৌদি, ১ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলংকান ক্যাডেটসহ ২৬৫ জন কমিশন লাভ করেন। এদের মধ্যে ২৭ জন নারী রয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে নবীন সেনা সদস্যসহ সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, একটি স্বাধীন দেশে সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। বিশ্বের সকল দেশ আমাদের বাহিনীর প্রশংসা করে। দেশকে ভালোবাসতে হবে। দেশের সম্মান বাড়াতে হবে। সেনাবাহিনীতে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Share this content: