ভ্রমণের জন্য পর্যটকরা বেশির ভাগ ক্ষেত্রেই সমুদ্র, পাহাড়, পর্বত এবং গহীন অরণ্যকে প্রাধান্য দেন। ভ্রমণরত পর্যটকদের জন্য চাই বিস্মরকর, সুন্দর ও আকর্ষণীয় অবাসস্থল। যেখানে থেকে নিরবে অনুধাবন করা যাবে প্রকৃতির খাঁটি সৌন্দর্য।
বুধবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘সিএনএন’ বিশ্বের সমুদ্র তীরের বিস্ময়কর সুন্দর কিছু হোটেল ও রিসোর্টের ছবি প্রকাশ করেছে। যা দেখে যে কেউ মুগ্ধ হবেন। ‘সিএনএন’র সৌজন্যে বাংলা বাংলানিউজের পাঠকের জন্য তা পরিবেশন করা হলো। চলুন, এবার ছবিগুলো দেখতে থাকি, আর মুগ্ধ হতে থাকি…
০১. লি গুয়ানহানি, সেইন্ট বার্থিলেমি।
০২. হোটেল ফেসনো, রিওডি জেনিরো, ব্রাজিল
০৩. হোটেল ডিউ প্যালিয়েস, বিয়ারিটস, ফ্রান্স।
০৪. ফোর সিজন রিসোর্টস দি বিল্টামোর, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
০৫. ইন্টারকন্টিনেন্টাল ড্যানাংসান প্যানিসোলা রিসোর্ট, ড্যানাং, ভিয়েতনাম।
০৬. রকহাউজ হোটেল, ন্যাগরিল, জ্যামাইকা।
০৭. ডাব্লিউ বার্সেলোনা, বার্সেলোনা, স্পেন।
০৮. ইল নিডো প্যানগুলাসেইন আইল্যান্ড, পালাউন, ফিলিপাইন।
০৯. বেলমোন্ড ভিলা স্যান্ট অ্যান্ড্রিয়া, সিসিলি, ইতালি।
১০. সোনিভা ফুশি, মালদ্বীপ।