বিনোদনলিড নিউজ

‘বিশ্বসুন্দরী’ ছবিতে সিয়াম-পরী

এবিএনএ: এবারই প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন বিশিষ্ট নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। চলচ্চিত্রের নাম ‘বিশ্বসুন্দরী’। এতে নায়ক হিসেবে অভিনয় করছেন সিয়াম আহমেদ। আর এ চলচ্চিত্রের মাধ্যমে তার সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন পরীমনি। আজ বুধবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে কেক কেটে ‘বিশ্বসুন্দরী’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই নায়ক-নায়িকাসহ অনান্য কলাকুশলীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করার পাশপাশি এ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন রুম্মান রশীদ খান। ছবিটিতে আরো অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মুনিরা মিঠু ও আনন্দ খালেদ।

Share this content:

Back to top button