বিচ্ছেদের খবর মিথ্যা: কিম

এবিএনএ : চলতি সপ্তাহে হলিউড পাড়ায় মার্কিন মডেল কিম কার্দাশিয়ান ও তার স্বামী কেনের বিচ্ছেদ নিয়ে জোর গুজব ছিল। বলা হচ্ছিল, স্বামী কেনে ওয়েস্ট থেকে বিচ্ছেদ এবং দুই সন্তানের অভিভাবকত্ব চেয়ে খুব শিগগিরই নাকি আদালতের দ্বারস্থ হচ্ছেন কিম। তবে সে গুজবকে ভূয়া এবং মিথ্যা বলে একেবারেই উড়িয়ে দিয়েছেন ‘সোশ্যাল মিডিয়া কুইন’।
কিম বলেছেন, আপনারা শান্ত থাকুন। কিম-কেনের বিচ্ছেদ হবে না।
আজ বৃহস্পতিবার হাফিংটন পোস্ট এক খবরে জানায়, ২০১৪ সালে গায়ক কেনেকে বিয়ে করেন কিম। মেয়ে নর্থ ও ছেলে সেন্টকে নিয়ে দিব্যি সংসার করছিলেন। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে নাকি চিড় ধরেছে। সারাক্ষণ প্রচারের আলোয় থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন কেনে ওয়েস্ট। কিছুদিন ধরে আলাদা থাকছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি।
সূত্র জানিয়েছে, পরিস্থিতি খারাপ হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেনে। চিকিৎসা করিয়ে আপাতত বাড়ি ফিরেছেন। তবে ছেলেমেয়েকে নিয়ে কিম এখন মা ক্রিস জেনারের সঙ্গে থাকছেন।
সূত্র আরও জানায়, কেনে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই আইনি প্রক্রিয়া শুরু করবেন।
তবে সে গুজবকে ভূয়া এবং মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কিম। তিনি বলেছেন, আপনারা সবাই শান্ত থাকুন। কিম-কেনের বিচ্ছেদ হবে না।
এর আগে ২০১১ সালে বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হাম্ফ্রিজকে বিয়ে করেন কিম। কিন্তু বিয়ের মাত্র ৭২ দিন পরই বিচ্ছেদের জন্য মামলা করেন তিনি।
Share this content: