খেলাধুলালিড নিউজ

বিশ্বকাপের আশা পূরণ হয়নি, দায়ভার নিলেন মাশরাফী

এবিএনএ : দেশে ফিরেছেন মাশরাফীরা। আজ রোববার বিকেল ৫টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে আসার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন খেলেছে-এমন এক প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, ‘দল ভালো খেলেছে। তবে সাকিব, মুশফিক, মোস্তাফিজ ও সাইফউদ্দিন আউটস্ট্যান্ডিং খেলেছে। আর যারা মোটামুটি পারফর্ম করেছে, আমার মনে হয় আউট পারফর্ম করেছে। তবে এই চারজন আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে।’

ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপের আশা পূরণ অবশ্যই হয়নি। তবে খেলার ধরণ যদি দেখেন, তাহলে আমাদের দল ভালো খেলেছে।’ বিশ্বকাপের আসরে পুরোদস্তুর অনুজ্জ্বল মাশরাফী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে নিয়ে সমালোচনা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এটা স্বাভাবিক। আমার জায়গায় অন্য কেউ হলেও তাকে সমালোচনা নিতে হতো। আমি অবশ্যই পুরো দায়ভার নিচ্ছি, নিতেও হবে। একইসঙ্গে আমি বলব, সমালোচনা হয়েছে, হবে; সারা দেশে, সারা বিশ্বে। বিশেষ করে একটা টুর্নামেন্ট বা সিরিজের পরে হবে এটা (সমালোচনা) খুবই স্বাভাবিক।’

বিশ্বকাপ আসরে সেমি-ফাইনালে খেলতে না পারলেও পয়েন্ট টেবিলের পাঁচে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সে সুযোগও হারায় ভারত-পাকিস্তানের বিপক্ষে হেরে। এ বিষয়ে মাশরাফী বলেন, ‘দেখেন, প্রত্যেকটা ম্যাচই এমন। পাঁচে যাওয়ার সুযোগ ছিল শেষ ম্যাচটি পর্যন্ত। তার মানে আমরা শেষ ম্যাচটি ফিনিশড করতে পারলে পাঁচে যেতাম। আমি শিওর দেশের সাধারণ মানুষ বা আমাদের খেলোয়াড়দের সবার আশা ছিল, চারের ভেতর থাকা। যদি চারে থাকতে না পারি তাহলে কেমন হলো, পাঁচে থাকলে অন্যরকম হতো।’

অধিনায়ক আরও বলেন, ‘একই সময়ে দেখা যায়, চারে যদি থাকতে না পারি তাহলে কেমন দেখায়। দেখেন, দলের কনসিসটেন্সি বলে একটা কথা আছে। আজকে যারা সিনিয়র প্লেয়ার, তারা এক সময় তরুণ ছিল। তখন এতটা কনসিসটেন্স ছিল না। আজকে যারা তরুণ প্লেয়ার, তারা কনসিসটেন্স খেলছে। এত প্রেসার নিয়ে তারা খেলছে, আমরা যখন তরুণ ছিলাম তখন আমরাও এমন খেলতে পারি নাই। তাই, তাদের দোষ দিয়ে লাভ নাই। তারা অনেক চেষ্টা করেছে। স্টেজটা অনেক বড়। তাই, এখানে এটা এত সহজ না। কিন্তু আমি আশা করি, এক্সপেরিয়েন্সের সাথে সাথে দলও এগিয়ে যাবে।’

গতকাল শনিবার ইংল্যান্ড সময় রাত সোয়া ১০টায় দেশের বিমান ধরেন টাইগাররা। তবে দলের সঙ্গে আসেননি সাকিব, সাব্বির, লিটন ও মিরাজ। ছুটিতে আছেন তারা। ছুটি শেষ করে দেশের বিমান ধরবেন এই চার ক্রিকেটার। বিশ্বকাপ মিশন আশানুরুপ হয়নি বাংলাদেশের। শুরুটা জয় দিয়ে হলেও শেষটা হয়েছে পাকিস্তানের সঙ্গে হেরে। শেষ চারে খেলার আশা নিয়ে ইংল্যান্ড গেলেও বাংলাদেশ বিশ্বকাপ শেষ করেছে আট নম্বরে থেকে।

Share this content:

Related Articles

Back to top button