জাতীয়বাংলাদেশলিড নিউজ

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদার চিকিৎসা

এবিএনএ : কারাবন্দি খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে বিএনপি নেতাদের দাবি জানানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। রোববার সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার (খালেদা জিয়া) চিকিৎসার বিষয়ে বলেছি, আমাদের যা যা করার তা করছি। সামনে যা প্রয়োজন হবে সেটাও আমরা করব। জেল কোড অনুযায়ী হবে, জেল কোডের বাইরে যদি কিছু করতে হয় সেটা আমরা পরামর্শ করে ব্যবস্থা করব। পরামর্শ হচ্ছে ডাক্তারদের সঙ্গে পরামর্শ।’ তিনি বলেন, ‘তারা (বিএনপির দুই নেতা) ডায়াগনোসিসের (রোগ নির্ণয়) জন্য যে সব বিষয় বলেছেন, আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেসব ব্যবস্থা করব।’

Share this content:

Back to top button