
এবিএনএ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে আনসার ও এপিবিএন সদস্যসহ চারজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ওই ব্যক্তির ওপর গুলি চালিয়েছে। তাকে আহত অবস্থায় আটক করা হয়েছে। ছুরিকাঘাতে আহত চারজনসহ ওই ব্যক্তিকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দর থানার ওসি নূরে আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রীবেশে এক ব্যক্তি বহির্গমন ২ নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। তার ছুরিকাঘাতে দুজন এবিবিএন সদস্য ও দুজন আনসার সদস্য আহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রত্যেকটা গেটে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে। যাত্রীসহ সকলকে স্ট্যাচু করে (স্থির দাঁড় করে) তল্লাশি করা হচ্ছে।
Share this content: