লিড নিউজশিক্ষা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাকসু নেতাদের শ্রদ্ধা

এবিএনএ: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত নেতারা।
শনিবার প্রথম কার্যকরি সভা শেষে ডাকসু নেতারা ৩২ নম্বরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দায়িত্ব গ্রহণ করেন ভিপি নুরুল হক নুরসহ নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি। শনিবার ডাকসু ভবনে ডাকসুর প্রথম কার্যকরি সভায় কমিটির সদস্যরা অংশ নেন। এর মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর ফের সচল হলো ডাকসু।

Share this content:

Back to top button