আমেরিকা

বিবাদ মিটলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

এবিএনএ : ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবাদ মিটলো। ছরাধিককাল যাবত যারা মূলধারার বাইরে ছিলেন, তাদের সকলেই উপস্থিত হয়ে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার সংকল্প ব্যক্ত করেন। এ ঘটনায় অভিভ’ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সিদ্দিক তার বক্তব্যে উল্লেখ করেন, ‘যুক্তরাস্ট্র আওয়ামী লীগ একটি বিশাল পরিবার, এখানে ভুল বোঝাবুঝি হতেই পাওে, এটাই সাভাবিক। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজ আপনারাও নিজেদের ঘরে প্রত্যাবর্তন করেছেন, এখন থেকে আমরা সব কিছু ভুলে একসাথে দলের জন্য কাজ করবো।’ উল্লেখ্য, সমাবেশের একমাত্র বক্তা ছিলেন ড. সিদ্দিক। এ সময় সকলে করতালিতে মুখরিত করেন এবং জয়বাংলা ধ্বনিতে ঐক্যের এ বন্ধনকে অটুট রাখার সংকল্প ব্যক্ত করা হয়।

১০ জানুয়ারি মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অর্জিত সদ্য স্বাধীন বাংলাদেশে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদার্পণের পর গোটা জাতি যেমন নতুন জীবন ফিরে পেয়েছিল, ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অগ্রগতির সাথে গোটা জাতি এককার’-বলেন ড. সিদ্দিক। বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত প্রত্যয়ে এগিয়ে চলেছে, এই চলার পথকে ত্বরান্বিত করতে প্রবাসীদের ঐক্যের বিকল্প নেই-উল্লেখ করেন ড. সিদ্দিক।

সাংগঠনিক কিছু বাদানুবাদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গির হোসেনসহ বেশ ক’জন ড. সিদ্দিকের সভা-সমাবেশে যোগদান থেকে বিরত ছিলেন। এমন পরিস্থিতির অবসান ঘটলো ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’র সমাবেশে উপস্থিতির মধ্য দিয়ে।

সমাবেশ পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বশারত আলী, আবুল কাশেম, শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আব্দুর রহিম বাদশা, মহিলা সম্পাদক শিরিন আক্তার দিবা, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কোষাধ্যক্ষ মনসুর খান, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, মানবাধিকার সম্পাদক মেজবাহ্ আহম্মেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, শামসুল আবেদিন, শরীফ কামরুল আলম হিরা, নিউইয়র্ক ষ্টেটের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ–-সভাপতি রফিকুল ইসলাম, সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক, খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নূরুজ্জামান সর্রদার ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, আনিসুজ্জামান সবুজ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহনেওয়াজ মমতাজ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, শেখ হাসিনা মঞ্চের কায়কোবাদ খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, তোফায়েল আহমেদ, বদরুল খান প্রমুখ।সমাবেশে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ড. সিদ্দিকের সদ্য প্রয়াত মা’র আত্মার মাগফেরাত কামনায়।

Share this content:

Back to top button