জাতীয়বাংলাদেশলিড নিউজ

বিপথগামী সদস্যদের জন্য পুলিশের সমস্ত অর্জন ম্লান হয়ে যাচ্ছে : আইজিপি

এ বি এন এ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, কতিপয় সদস্যদের জন্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, দেখা যায় অনেক পুলিশ সদস্য মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। তারা অনেকে মাদক সেবন করে। ইতিমধ্যে দু-চারজন ধরাও পড়েছে, চাকরিও চলে গেছে এবং মামলার আসামি হয়েছে। ওই সমস্ত সদস্যদের জন্য পুলিশের সমস্ত অর্জন ম্লান হয়ে যাচ্ছে। তাই তিনি সকল পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদুল হক আরো বলেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশ বাহিনীর ভূমিকা হবে জিরো টলারেন্স। এই দুটি বিষয়ের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সচেষ্ট থাকতে হবে। জনগণকে পুলিশের চোখ কান উল্লেখ করে তাদের সাথে সুসম্পর্ক রেখে কাজ করতে হবে। মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদুল হক। এ ছাড়া তিনি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে যোগদান করেন।

Share this content:

Back to top button