

এবিএনএ : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে আরোপিত কঠোর বিধি-নিষেধ শিথিলের প্রথম দিনে বুধবার রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে মানুষ ও যানবাহন।
বুধবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণিসহ আশেপাশের এলাকায় যানজট দেখা যায়।
ফার্মগেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. জহিরুল ইসলাম জানান, লকডাউন শিথিল হওয়ায় রাজধানীতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে সড়কে গাড়ির চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তিনি জানান, সকালের দিকে সড়কে যানবাহনের চাপ কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহনের সংখ্যা বাড়ছে।