জাতীয়বাংলাদেশলিড নিউজ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে রুশনারা আলীর সাক্ষাৎ

এবিএনএ: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃটিশ এমপি রুশনারা আলী। আজ রোববার সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাতের সময় বাংলাদেশে সাম্প্রতিক উন্নয়নে সরকারের প্রশংসা করে রুশনারা আলী বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে বৃটিশ কোম্পানিগুলো কাজ করতে চায়। বৃটিশ পেট্রোলিয়ামও (বিপি) বাংলাদেশে কাজ করতে চাচ্ছে। সম্মিলিতভাবে এগুলোতে উভয় দেশ উপকৃত হবে। বাংলাদেশের জন্য বৃটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যিক দূত হিসেবে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে এসেছেন রুশনার আলী। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাবনা ও অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৃটিশ কোম্পানিগুলোর অংশগ্রহণ কম। ভূগর্ভস্থ বা উপকেন্দ্র স্থাপনে বা সামগ্রিক পরিকল্পনায় বৃটিশ অভিজ্ঞতা কাজে লাগাতে পরামর্শক দিয়ে বৃটেন সহযোগিতা করতে পারে। বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের আধুনিকায়নেও সহযোগিতা পেতে পারি।প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন হারে (পায়রা হাব, মাতারবাড়ি হাব ইত্যাদি) পার্টনার প্রয়োজন। বৃটেনের ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ক্ষেত্রে এগিয়ে আসতে পারে। সম্ভাবনাময় সব বিনিয়োগকে স্বাগত জানাব।এ সময় আরও উপস্থিত ছিলেন বৃটিশ হাইকমিশনার মিজ অ্যালিশন ব্ল্যাক  এবং বৃটিশ হাইকমিশনের ব্যবসা ও বিনিয়োগ বিভাগের প্রধান বেনজামিন কাটমোর।

Share this content:

Related Articles

Back to top button