বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বিদেশি সংস্থার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই : ফখরুল

এবিএনএ: বিদেশি সংস্থার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বক্তব্য ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করেছেন’ নাকচ করে দিয়ে তিনি এ কথা বলেন।

সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের প্রবণতা হলো বিএনপিকে হেয় করা। ওবায়দুল কাদের সাহেব এর মতো দায়িত্বশীল নেতা মুখ দিয়ে এমন চরম জঘন্য মিথ্যাচার শুধু অপ্রত্যাশিতই নয়, এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপির সঙ্গে আইএসআইর বৈঠকের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় এই মিথ্যা বক্তব্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ এ সময় ফখরুল আরও বলেন, ‘বিএনপি কোনো সংস্থা ও দেশের সঙ্গে সম্পর্ক রেখে ক্ষমতায় আসে না। বিএনপি বরাবর নিজেদের যোগ্যতায় জনগণের ভোটে ক্ষমতায় আসে।’

বিএনপি মহাসচিব এ সময় আরো বলেন, ‘ভয়াবহ কঠিন সময়ে একটি অসমতল ভূমিতে আমরা নির্বাচন করতে যাচ্ছি। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার ১০ মাস ধরে কারাগারে। সরকারসহ বিভিন্ন মহল থেকে প্রতিকূলতার মুখোমুখি হতো হয়েছে।’

তিনি বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি দেশকে সত্যিকার অর্থে রক্ষা করতে চান নির্বাচনটাকে উন্মুক্ত করুন। যেন সবাই অংশগ্রহণ করতে পারে, অন্যথায় এই দেশ আবারও দীর্ঘকালের জন্য স্বাধীনত হারাবে, এখান থেকে ফিরে আসেন।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং ৫৭ ধারা অবশ্যই বাতিল করব।’

Share this content:

Related Articles

Back to top button