জাতীয়বাংলাদেশলিড নিউজ

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিয়ানমারের মন্ত্রী

এবিএনএ : রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির কার্যালয়ের ক্যাবিনেট মন্ত্রী কিও তিন্ত সোয়ে।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহিদুল হক, বিজিবি ডিজি আবুল হোসেন ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত রয়েছেন। আর মিয়ানমারের ক্যাবিনেট মন্ত্রী ছাড়াও দেশটির উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তা যোগ দিয়েছেন ওই বৈঠকে। এর আগে, রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে সোমবার রাত ৮টার দিকে ঢাকায় আসেন কিও তিন্ত সোয়ে। বৈঠক সূত্র বলছে, আলোচনায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা প্রস্তাবের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও কফি আনান কমিশন রিপোর্টের বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হবে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতার পর গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে।

Share this content:

Related Articles

Back to top button