আইন ও আদালতজাতীয়বাংলাদেশলিড নিউজ

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

এবিএনএ : জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে তিনি এই শ্রদ্ধা জানান। এসময় বিচার বিভাগের অন্যান্য বিচারপতিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করেন প্রধান বিচারপতি।

savar

পরে স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন। শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকর্মীরা প্রধান বিচারপতির অনুভূতি জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেন। এর আগে স্মৃতিসৌধে প্রধান বিচারপতি পৌছালে তাকে স্বাগত জানান সাভারের সাংসদ ডা. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল, এবং সাভার জাতীয় স্মৃতিসৈাধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

Share this content:

Related Articles

Back to top button