বিনোদনলিড নিউজ

বিচারক হচ্ছেন পূর্ণিমা

এবিএনএ : অভিনয়, নাচ এবং উপস্থাপনা দিয়ে গত দুই দশক ধরে শোবিজ জগত মাতিয়ে রেখেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি মুগ্ধ করেছেন তার কণ্ঠের জাদুতেও। এবার নতুন পরিচয়ে পরিচিত হচ্ছেন অভিনয় জগতের সবচেয়ে মিষ্টি চেহারার এ নায়িকা।

পূর্ণিমা যে ভালো রাঁধতে পারেন কিংবা রান্না নিয়ে রীতিমতো নিরীক্ষা করতে পারেন, এ বিষয়টি অনেকেরই অজানা। প্রথমবারের মতো এবার সেই রান্না বিষয়ক একটি রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি। যার জন্য ইতিমধ্যে চুক্তিও করে ফেলেছেন নায়িকা।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আয়োজিত দেশের অন্যতম সেরা রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী ১৪২৪’-এর তিন বিচারকের একজন হচ্ছেন তিনি। এ জন্য গত মঙ্গলবার চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। প্রতিযোগিতার মূল স্টুডিও রাউন্ডে অভিজ্ঞ শেফ শুভব্রত মৈত্র ও বর্ষীয়ান রন্ধন বিশেষজ্ঞ নাহিদ ওসমানের সঙ্গে মিলে তিনি বিচারকের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘নিজে রন্ধনশিল্পী না হলেও আমার মনে হয় ভালো রান্নার গুণাগুণ বিচারের দক্ষতা আমার রয়েছে। এমনকি রান্না নিয়ে নিরীক্ষা করতেও পছন্দ করি। অভিনয়, নাচ, গানের অনুষ্ঠানের সঙ্গে তো বরাবরই সম্পৃক্ত ছিলাম। তবে ‘সেরা রাঁধুনী ১৪২৪’ সেসব অনুষ্ঠান থেকে পুরোপুরি ব্যতিক্রম।’

জানা গেছে, আসছে ১২ জানুয়ারি ২০১৮ থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে ‘সেরা রাঁধুনী ১৪২৪’ অনুষ্ঠানটির প্রচার শুরু হবে।

Share this content:

Related Articles

Back to top button