আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

বিচারকদের শৃঙ্খলা বিধান সংক্রান্ত সুপ্রিম কোর্টের প্রস্তাব গ্রহণ করেননি রাষ্ট্রপতি

এবিএনএ : বিচারকদের শৃঙ্খলা বিধান সংক্রান্ত সুপিম কোর্টের প্রস্তাব গ্রহণ করেননি রাষ্ট্রপতি। রবিবার আইন মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বিচার বিভাগীয় কর্মকর্তাগণের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ ও বরখাস্তকরণ, সাময়িক বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭ সংশোধনকল্পে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রস্তাবিত খসড়া বাংলাদেশ গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নাই মর্মে মহামান্য রাষ্ট্রপতি সানুগ্রহ সিদ্ধান্ত প্রদান করেছেন।
মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনার আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের জন্য সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ওই বিধি সংশোধন, সংযোজন ও বিয়োজন করে তা গেজেট আকারে জারি করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টি সিদ্ধান্তের অপেক্ষায় ছিলো। এ নিয়ে বেশ কয়েক দফা সরকারকে সময় দেয় সুপ্রিম কোর্ট। সর্বশেষ বৃহস্পতিবার শুনানিতে আসলে অ্যাটর্নি জেনারেল বিধিমালার গেজেট জারি করতে দুই সপ্তাহ সময় চান। শুনানি শেষে আপিল বিভাগ আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করে। সোমবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

Share this content:

Related Articles

Back to top button