‘বিগ হিটার না হয়েও বড় শট খেলতে পারে মোসাদ্দেক’

এবিএনএ : তার দলের মেহেদী মারূফ এবারের সেনসেশন। এক ম্যাচ আগেও টপ স্কোরার ছিলেন মেহেদী মারূফ। তবে সাকিব মুগ্ধ মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটিংয়ে।
‘দেখেন আমাদের স্থানীয় সবাই রানের ভেতর রয়েছে। মারূফ ভাই ভালো ব্যাটিং করছেন। নাসির যেগুলোতে সুযোগ পেয়ছে সেখানে ভালো করেছে। সৈকত তো করছেই। ওর ব্যাটিংটা যতদিন দেখেছি ততই ভাল লাগছে। আমি আসলে ওকে দেখেছি আবাহনী থেকে। তার ভেতরে অনেক বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো একটা ফিনিশার হতে পারে বলে আমি মনে করি।’
সাকিবের ধারণা, দেখে ততটা বোঝা না গেলেও মোসাদ্দেক বিগ শট খেলতে পারেন মোসাদ্দেক। সৈকতকে দেখতে অতো বেশি বিগ হিটার মনে না হলেও ও অনেক বড় শটস খেলতে পারে। আমাদের দেশের অনেক ব্যাটসম্যানই এটা পারে না। এছাড়া ওর শটের অপশন অনেক বেশি। একটা ভালো ব্রেনও আছে। ও জানে কখন কিভাবে ব্যাটিং করতে হবে। সবকিছু যদি ঠিকঠাক রাখতে পারে। তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু দিতে পারবে।’
Share this content: