জাতীয়বাংলাদেশ

বিকালে খালেদা-ব্লেক বৈঠক

এ বি এন এ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর বুধবার বিকাল ৫টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি সাক্ষাৎ করতে যাবেন বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি সাবেক হাইকমিশনার রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত হন অ্যালিসন ব্লেক।

অ্যালিসন ব্লেক ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাজ্যের উপহাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন।

লন্ডনের অধিবাসী অ্যালিসন ব্লেক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়াশোনা করেছেন। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি লাভের পর লন্ডনে প্রত্নতত্ত্ববিদ হিসেবে কাজ শুরু করেন তিনি। ১৯৮৯ সালে যুক্তরাজ্যের সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে তিনি অর্থনীতি-বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতেন।

Share this content:

Back to top button