বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বিএনপির

এবিএনএ: এক দিন বিরতি দিয়ে পঞ্চম ধাপে আবারও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা।

চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন সোমবার বিকালে জুম মিটিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বুধ ও বৃহস্পতিবার সড়ক পথের পাশাপাশি রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি চলবে। তবে জনস্বার্থে মঙ্গলবার (১৪ নভেম্বর) কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিএনপিসহ বিরোধী দলের নেতারা বলছেন, চলতি সপ্তাহ অবরোধ কর্মসূচি চালিয়ে নেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন (ইসি) যদি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে তাহলে কর্মসূচির ধরনে পরিবর্তন আনা হবে।

Share this content:

Related Articles

Back to top button