
এবিএনএ : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন নিয়ে বিএনপির সমালোচনা জবাবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনকে নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি নয়,বরং জনগণ এই সম্মেলনকে কীভাবে দেখছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিএনপির বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ বিএনপি হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত একটি দল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রশ্ন, ‘এ সম্মেলন সম্পর্কে বিদেশি প্রতিনিধিদের প্রশংসা বাক্যগুলো কি বিএনপি শোনেনি? কানে দিয়েছে তুলো, চোখে দিয়েছে ঠুলি এবং পিঠে বেঁধেছে কুলো। কাজেই তারা এগুলো বুঝবে কেমন করে? এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরীসহ নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা।
Share this content: