জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘বন্দীদের নিরাপত্তার স্বার্থে কেরানীগঞ্জে স্থানান্তর করা হচ্ছে’

এ বি এন এ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ মারুফ হাসান বলেছেন, ‘বন্দীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ত‍াদের কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হচ্ছে।’
শুক্রবার সকাল ৯টায় বন্দী স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এতো বন্দী একসঙ্গে কখনোই স্থানান্তর করা হয়নি। এটা ঐতিহাসিক বলে দাবি করেছেন শেখ মারুফ হাসান।
নিরাপত্তার অংশ হিসেবে ভোর ৪টা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় রয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে নিরাপত্তার কাজ করছে র‌্যাব, এফিবিএনসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ভোর সাড়ে ৫টা থেকে বন্দীদের স্থানান্তরের কাজ শুরু হয়।
এছাড়া যে রাস্তা দিয়ে বন্দীদের কেরানীগঞ্জ কারাগারে নেয়া হচ্ছে ওই রাস্তা ও এর আশপাশে আইন-শৃঙ্খলা বহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
বন্দী স্থান‍ান্তরকে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের রাস্তায় মানুষ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button