আইন ও আদালতলিড নিউজ
দুর্নীতির মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল কারাগারে

এবিএনএ: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ দিন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত।
মামলার চার্জশিটে ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে।
Share this content: