আন্তর্জাতিকলিড নিউজ

আমরা কাতার প্রতিষ্ঠা করেছি, আমরাই রক্ষা করব: শেখ শুহাইম

এবিএনএ : কাতারের শেখ সুলতান বিন শুহাইম বলেছেন, আমরা কাতার প্রতিষ্ঠা করেছি। আর আমরাই এই রাষ্ট্রটিকে সব অভিযোগ থেকে মুক্ত করব। বিশৃঙ্খল পরিবেশ ঘনীভূত হওয়ার আগেই দুর্নীতিবাজদের হাত থেকে কাতারকে রক্ষা করা হবে। সম্প্রতি সৌদি গোত্রগুলোর এক বৈঠকে এমন কথা বলেন শেখ শুহাইম। সৌদি আরবের জোফ বনি হাজ্জার এলাকায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
শেখ শুহাইম বলেন, কাতার বর্তমানে দেশটির সত্যিকারের বাসিন্দাদের হাতে নেই। আমরা সেই অবস্থা থেকে কাতারকে উদ্ধার করব। তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করব না। সেক্ষেত্রে আমাদের নীতিও অক্ষুণ্ন থাকবে।
শুহাইম বলেন, আমরা কাতারকে রক্ষা করে আমাদের হাতে নিয়ে আসব। কারণ পূর্বের বিভিন্ন সময় আমরা চুপ ছিলাম। তবে এটি আমাদের দুর্বলতা নয়; আমরা চেয়েছিলাম- আমাদের ভাইয়েরা আমাদের মনের কথা বুঝবে। তারা সঠিক পথে চলে আসবে। তবে তা হয়নি। আর আমাদেরও ধৈর্যের একটি সীমা আছে।
প্রভাবশালী বনি হাজ্জার গোত্রের প্রধান শাফি বিন নাসের আল হাজ্জারির উপস্থিতিতে ওই বৈঠকে বনি হাজ্জার ও কাহাতনসহ বিভিন্ন গোত্রের ১০ হাজারের মতো প্রতিনিধি একত্র হয়েছিলেন।
সৌদি-কাতার ক্রাইসিসের পর নাসের ও তার পরিবারের সদস্যদের জাতীয়তা বাতিল করে কাতার থেকে বের করে দেয়া হয়।
বৈঠকে কাহাতন গোত্রের প্রতিনিধি শুহাইম আরও বলেন, আমরা দায়িত্বশীল কিং সালমান, ক্রাউন প্রিন্স এবং সমমনা প্রতিবেশী দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যাতে কাতারি সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

Share this content:

Back to top button