
এবিএনএ : আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের অভিবাসী অধ্যুষিত প্যাটার্সনে ইসলামিক গ্রীষ্মকালীন ক্লাস চালু হয়েছে। ২ জুলাই থেকে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী মসজিদ আল-ফেরদৌস কেন্দ্রে এই ক্লাস চালু হয়েছে। চলবে ছয় সপ্তাহ।
এক বিজ্ঞপ্তিতে দারুল ক্বিরাতের নাজিম সৈয়দ জুবায়ের আলী জানিয়েছেন, ফুলতলী প্রধান কেন্দ্র থেকে জামাতে খামিছ-বি পর্যন্ত অনুমোদিত এ কেন্দ্র ২০০১ সাল থেকে প্যাটারসন মসজিদ আল-ফেরদৌসে চালু রয়েছে। প্রতি বছরের মতো এবারও জমাতে ছুরা থেকে জামাতে ছাদিছ পর্যন্ত পড়ানো হচ্ছে। ১৩ জন নিয়মিত ও তিনজন অনিয়মিত ক্বারীসহ মোট ১৬ জন ক্বারী শিক্ষক রয়েছেন। চলতি বছর এ কেন্দ্রে ১৭৫ জন শিক্ষার্থীদের দিয়ে গ্রীষ্মকালীন ক্লাস চালু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত ক্লাস চলছে।
কেন্দ্রের প্রধান ক্বারীর দায়িত্বে আছেন মসজিদ আল-ফেরদৌসের খতিব ক্বারী হাফেজ মাওলানা আবদুল কুদ্দুছ মঞ্জলালী। শিক্ষকতা করছেন শাহজালাল-লতিফিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবদুন নুর, শিক্ষক ক্বারী মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ আলা উদ্দিন, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা ফয়সাল আহমদ, মাহতাব আহমদ, হাফেজ সৈয়দ খুবায়েব আলী, মাওলানা ইমরান আহমদ, মাওলানা আব্দুর রউফ, সাহেল আহমদ, আবদুল মুহিত, আবদুল আজিজ, আমীন রউফ ও সৈয়দ ইয়ামিন আলী।
গত ১৭ বছর যারা এ কেন্দ্র পরিচালনায় আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন এবং যেসব ক্বারী শিক্ষকতা করে কেন্দ্রে সুনাম অক্ষুণ্ন রেখেছেন প্রত্যেকের প্রতি দারুল কিরাত মজিদিয়া ফুলতলী নিউজার্সি কেন্দ্রের নাজিম সৈয়দ জুবায়ের আলী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একটি কেন্দ্র পরিচালনা অনেক ব্যয়বহুল। এবারও সবার সাহায্য-সহযোগিতা কামনা করেন তিনি।
Share this content: