বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বিএনপির সিদ্ধান্ত সঠিক ছিল না: ফখরুল

এবিএনএঃ সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে বিএনপির সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্রফোরাম আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শুধু সস্তা স্লোগান দিয়ে কথা বললে চলবে না। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কারণ আমাদের দুই দিকেই লড়াইটা করতে হবে ‘ভিতরে থেকেও কথা বলতে হবে এবং বাইরে থেকেও কথা বলতে হবে’। এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
‘আমরা অতীতে বলেছিলাম যে, আমরা যাব না। সেই সিদ্ধান্ত ওই মুহূর্তে আমাদের সঠিক ছিল না। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। লড়াইটা করতে হবে। আপনাকে সব জায়গায় থেকে লড়াই করতে হবে। সংগ্রাম করতে হবে। এজন্য পথ তৈরি করে দিতে হবে।’
‘ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর চতুর্থ শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে এ সভা হয়। কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্ষতি হলে এর দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, বিচার ব্যবস্থা, আইন এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। এছাড়া গণমাধ্যমকে নিয়ন্ত্রণে নিয়েছে এবং তারা বলে দেন, কারা কথা বলবেন, কারা কথা বলবেন না, কোন খবর পত্রিকায় আসবে-কোনটা আসবে না। সুতরাং এখানে গণতন্ত্র কাজ করতে পারে না। পিন্টুর প্রতি স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘পিন্টু এমনি মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতাবে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে।’ আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুর ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ বক্তব্য রাখেন।

Share this content:

Back to top button