ইন্টারনেটের আবিষ্কার ভারতে!

এবিএনএ : কয়েক হাজার বছর আগে প্রাচীন ভারতীয়রা ইন্টারনেট অবিষ্কার করেছিল বলে দাবি করেছেন দেশটির ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক জনসভায় এ দাবি করেন তিনি।সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বিপ্লব দেব তার বক্তব্য প্রমাণের জন্য প্রাচীন হিন্দু মহাকাব্য ‘মহাভারত’ থেকে একটি উদাহরণ দেন।বিপ্লব বলেন, ‘মহাভারতে সঞ্জয় ছিলেন অন্ধ। কিন্তু ধৃতরাষ্ট্রের কোন জায়গায় কী ঘটছে তা বর্ণনা করতেন তিনি। এর কারণ ছিল ইন্টারনেট এবং প্রযুক্তি। ওই সময়ে স্যাটেলাইটেরও প্রচলন ছিল।’তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এ উদাহরণ কারো কাছে গ্রহণযোগ্য হয়নি। মন্ত্রীর এমন বক্তব্যের পর টুইটারে তাকে বিদ্রুপ করেছে অনেক ভারতীয় নাগরিক।তবে আধুনিক এই প্রযুক্তি ভারতে আবিষ্কার হয়েছে—এমন দাবি শুধু বিপ্লবই করেননি। এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, অনেক শতাব্দি আগেই ভারতে আবিষ্কার হয় বর্তমান সময়ের বিভিন্ন প্রযুক্তি।২০১৪ সালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসক এবং মেডিকেল স্টাফদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেছিলেন, প্রাচীন ভারতেও ‘কসমেটিক সার্জারির’ প্রচলন ছিল।
Share this content: