জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘লাইসেন্সবিহীন চালক ও পুরনো গাড়ি চলবে না’

এবিএনএ : ২০ বছরের পুরনো কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না বলে সাফ জানিয়েছে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে তিনি লাইসেন্সবিহীন চালকদের গাড়ি নিয়ে রাস্তায় বের হতে নিষেধ করেছেন।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিআরটিএ কর্তৃপক্ষ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত-৩ এর কার্যক্রম মনিটরিংয়ের সময় তিনি এ ঘোষণা দেন।
সাঈদ খোকন বলেন, ”ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০ বছরের পুরনো বাস এবং লাইসেন্সহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্রিয়া শুরু করেছি। আজ থেকে তা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। যতক্ষণ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সহীন গাড়ি ও অদক্ষ চালদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হবে, ততক্ষণ অভিযান চলতেই থাকবে। ”
জনগণের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই অভিযান জানিয়েছে তিনি আরও বলেন, ‘অদক্ষ চালকদের কারণে কতো তাজা প্রাণ ঝড়ে পড়ছে। যেখানে-সেখানে পার্কিং করার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা নিয়মিত অভিযানের মাধ্যমে জনগণের নির্বিঘ্ন চলাচল ও জীবনমান নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেব। ‘

Share this content:

Related Articles

Back to top button